Delivery Rules

হোম ডেলিভারি পলিসি-

হোম ডেলিভারি চার্জ মাত্র ঢাকার ভিতরে ৮০ টাকা, ঢাকার বাহিরে ১৩০ টাকা, ঢাকা উপশহর ১০০ টাকা। তবে বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোন ওজনের পণ্য সরবরাহ করা যাবে। কিন্তু এর অধিক উচ্চতার ক্ষেত্রে ৩ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় পড়বে, এর বেশি হলে বাড়তি প্রতি কেজি ওজনের জন্য ২০ টাকা হারে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে ভবনে লিফট থাকলে এবং লিফটে পণ্য বহনের সুবিধা গ্রহণ করা গেলে কোন অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।

কুরিয়ার ডেলিভারি পলিসি:

সেক্ষেত্রে নিম্নোক্ত শর্তগুলো প্রযোজ্য হবে-

স্টেডফাস্ট

✅ স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোন জায়গায় হোম ডেলিভারি করা হবে।
✅ পার্সেলের ওজন ৩ কেজি পর্যন্ত কুরিয়ার চার্জ ১৩০ টাকা, এর পরবর্তী প্রতি ১ কেজি ওজনের জন্য ২০ টাকা চার্জ প্রযোজ্য।
✅ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি (COD) প্রযোজ্য। তবে কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১৩০ টাকা অগ্রীম পরিশোধ করতে হবে।
✅ পার্সেল বুকিং এর পর পৌঁছাতে ২-৩ দিন সময় লাগতে পারে
✅ যেকোন পচনশীল পণ্য পাঠানো যাবেনা।

শুক্রবার ও শনিবার কুরিয়ার বুকিং বন্ধ থাকে।